বিএসপিএ সিলেটের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ১০:০৯:০৫ অপরাহ্ন
ক্রীড়া সাংবাদিক-লেখকদের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএসপিএ’র সদস্য ও ক্রীড়ালেখক-সাংবাদিকরা অংশ নেন।
ইফতার মাহফিল পূর্ব অলোচনায় বিএসপিএ সিলেটের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ বলেন, বছর ঘুরে আবারো অগণিত রহমত, বরকত ও মাগফেরাতের বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। আল্লাহর দেয়া শ্রেষ্ঠ এই মাসের মূল শিক্ষা হলো ধৈর্য, সংযম ও ত্যাগ। এর আলোকে আমাদের জীবন পরিচালিত করলে নি:সন্দেহে ইহও পরকালীন মুক্তি সম্ভব।
বিএসপিএ সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, সিলেট শাখার সাবেক সভাপতি মান্না চৌধুরী, বর্তমান সহ সভাপতি ও আরটিভির ব্যুরো প্রধান হাসান মোহাম্মদ শামীম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ক্রীড়ালেখক মাশরুর রাসেল, বিএসপিএ সদস্য শাহীন আহমদ, তানজীল শাহরীয়ার, জুয়েল আহমদ নূর, মোহাম্মদ জহির খান প্রমুখ।
ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন শাহীন আহমদ। বিজ্ঞপ্তি