কুলাউড়া পৌরসভায় ইউএনও’কে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৬:৫৭:৪৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুনকে পৌরসভার উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে পৌরসভার হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিদায়ী ইউএনও মাহমুদুর রহমান মামুন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু ও আতাউর রহমান চৌধুরী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর তানভীর আহমদ শাওন, হারুনুর রশীদ, লোকমান আলী, জহিরুল ইসলাম খান খছরু, কায়ছার আরিফ, সাইফুর রশীদ সুমন, মহিলা কাউন্সিলর সুলতানা বেগম লাইলী, সুফিয়া বেগম, তাসলিমা সুলতানা মনি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সত্তার চৌধুরী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ। উল্লেখ্য, ইউএনও মামুন সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন।