আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৮:৫০:৫৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকালে তেতলী ইউনিয়নের মরহুম আবু মিয়া চেয়ারম্যানের বাড়িতে ৪’শত অসহায় দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আবু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের বাংলাদেশ এর সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহপরান আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী আনোয়ার হোসেন চিসতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ফেরদৌস জাহান চিশতি, সাবেক মেম্বার হারুন মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার জুহেল আহমদ, হেলাল মিয়া, খসরু মিয়া, দিদার হোসেন রিপন, সাদ মিয়া, আব্দুল হক, নাঈম আহমদ প্রমুখ। সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রাজা মিয়া। বিজ্ঞপ্তি