মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খানের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৮:৫২:৫৪ অপরাহ্ন
ফখরুল ইসলাম খান ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সাবেক সিলেট পৌরসভার কমিশনার ও প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর কালিঘাট কামালগড়স্থ নিজ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আযোজন করা হয়।
ফখরুল ইসলাম খানের পুত্র যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নিউইয়র্ক শাখার সভাপতি নুর ইসলাম খান (মামুন) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে মাহফিলে দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব মৌলানা ইকরাম সিদ্দিকী চৌধুরী।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর ১৪ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মৌলানা কারী আব্দুল হাই, হাফিজ এহসান উদ্দিন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান কয়েছ, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান মিহাদ, মাছিমপুর গৌবিন্দজিউর আখড়ার ম্যানেজিং কমিটির সহ সভাপতি সুশীল কুমার সিনহা, আব্দুর রকিব, মাকিন মিয়া, সেমুন আহমদ, লিপু গনি, জামান খান, রতন বক্স, পাভেল তাপাদার, মুফলে চৌধুরী ও নিমু মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি