ফের সিসিইউতে খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৯:১২:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ফের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন।রোববার সকালে তিনি সাংবাদিকদের বলেন, ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছিল না বলে গভীর রাতে হাসপাতালে এনে ভর্তি করাতে হয়েছে। এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
ডা. জাহিদ বলেন, রাতে হাসপাতালে নেওয়ার পরপরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেন। দোয়া করেন ম্যাডামের জন্য। এর বেশি কিছু বলার নেই। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শনিবার দিনগত রাত ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।