সুনামগঞ্জে বিএসটিআই’র অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৪, ৯:৪৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে সদরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন এবং মো. রৌশন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান চালায় তারা। এসময় বিসিক শিল্প নগরে বিস্কুট পণ্য মানসম্মত লেবেল ব্যতীত বিক্রি ও বাজারজাত করার অপরাধে মেসার্স মেঘনা ফুডসে ৫ হাজার টাকা এবং মোড়কজাতকৃত ময়দা মানসম্মত লেবেল ব্যতীত বিক্রি ও বাজারজাত করার অপরাধে মেসার্স হক ফুড এন্ড ফ্লাওয়ার মিলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।