মৌলভীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৬:০২:৪১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রেসক্লাব ভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুস সালাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সিনিয়র সাংবাদিক ডাঃ সাদিক আহমদ, সৈয়দ মহসীন পারভেজ, নুরুল ইসলাম সেফুল, মোঃ আব্দুল ওয়াদুদ, মু ইমাদ-উদ দ্দীন, এমএ হামিদ, মাসুদ আহমদ, মোঃ আব্দুল আজিজ, হোসাইন আহমদ, ওমর ফারুক নাঈম, আশরাফ আলী, আব্দুল কাইয়ুম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামণায় দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অইয়ুব আলী খান।