কুলাউড়ায় ইউএনওকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৬:০৬:৫৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুনকে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহমুদুর রহমান মামুন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, পিআইও শিমুল আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মমদুদ হোসেন, খলিলুর রহমান, খোরশেদ আলম খান সুইট ও মোছাদ্দিক আহমদ নোমান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপন প্রমুখ।
উল্লেখ্য, ইউএনও মামুন সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন।