মহানগর সিএনজি শ্রমিক ইউনিয়নের ইফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৬:৪০:১৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন মহানগর সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি শওকত হোসেন জিম্মাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু কয়েস কাওছার, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, শ্রমিক নেতা ক্বারী আব্দুল মালেক, সামসুল ইসলাম, বেলাল আহমদ, খলিলুর রহমান, খাইরুল কবীর, জামিল আহমদ, বিল্লাল হোসেন ও সামাদ আহমদ প্রমূখ।