সিলেট এসোসিয়েশন ইতালি মদেনা শাখার ইফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৬:৫৬:৪৪ অপরাহ্ন
ইতালীর মদেনা শহরে বসবাসরত সিলেটীদের কমিউনিটি সংগঠন ‘সিলেট এসোসিয়েশন ইতালি মদেনা’ শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার মদেনা শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মাহফিলে মদেনা সিটি, আশেপাশে বসবাসকারী বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মুসলমানদের পাশাপাশি ইতালির স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন কমিউনিটির নেতারা অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের সভাপতি ও মদেনা কাফ অফিসের স্বত্বাধিকারী চেরাগ উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লুকমান আহমেদের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কারিগরি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ শহিদ মিয়া, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা আলাউদ্দিন, সহ সভাপতি আহমেদুর রহমান, কমিউনিটি নেতা শাহজাহান, রাহেল আহমেদ, সাজন মিয়া, তুহিন মিয়া ও ছাদিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি