মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৭:২২:৪১ অপরাহ্ন
আটলকৃত ব্যাটারী চালিত রিক্সা ফেরত প্রদানের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে অনুরূপ স্মারকলিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন।
সোমবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নগর ভবনে উপস্থিত হয়ে সিলেট সিটি কর্পোরেশন মেয়র বরাবরে স্মারকলিপি পেশ করেন। পরে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবরেও স্মারকলিপি প্রদান করেন নেতৃবন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ আব্দুল মালিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, সদস্য মোবারক আলী, আলম মিয়া, শুকুর আলী, আবুল কাশেম, আইয়ুব আলী, আককাস আলী প্রমুখ। বিজ্ঞপ্তি