দোয়ারায় আযান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৭:২৬:০৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আযান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো. রেদোয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল মানিক মাষ্টার, দাতা সদস্য সৈরত আলী তালুকদার সমাই, নুর হোসেন মো. আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মো. আলী আকবর, ইউপি সদস্য ছমির উদ্দিন, সুনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য মো. আলী হোসেন, শাহীন আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. সফিককুল ইসলাম, কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, জুলফিকার আলম, আসকর আলী, জালাল উদ্দীন, আরফান উদ্দিন, সমাজ সেবক ওয়ালিউল্লাহ প্রমুখ।