জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার ইফতার
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৭:৩০:২৫ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির মোহাররক শহরের আল ইসলাহ অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি মো. কায়েছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মো. মুইজ চৌধুরী, ডাঃ আবির, ফয়সাল মাহমুদ চৌধুরী, সাবের আহমেদ, মঞ্জুর আহমেদ, মাজহারুল হক নয়ন, জসিম উদ্দিন, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, মানিক মিয়াসহ বাহরাইন অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও জালালাবাদ এসোসিয়েশন অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।