সিলেট মহানগর ২৪নং ওয়ার্ড জামায়াতের ইফতার সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ১০:১৫:১৪ অপরাহ্ন
রমজানে রয়েছে নিজেকে মুত্তাকি
হিসেবে গড়ে তোলার শিক্ষা
—মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। রোযা রেখে আমরা অন্যায় কাজ করতে পারি না, কাউকে কষ্ট দিতে পারি না। বছরের বাকী মাসগুলোতে চলার জন্য রোজা আমাদেরকে এই শিক্ষা দেয়। রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে কুরআন নাযিল হয়েছে। তাই আমাদেরকে কুরআন অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সেই আলোকে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনকে সাজাতে হবে। তাহলেই দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করা সম্ভব।
তিনি সোমবার সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ২৪নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল বাসিত, আলেমে দ্বীন মাওলানা ড. এ এইচ এম সোলাইমান, জামায়াত নেতা মো শাহেদ আলী ও মাওলানা আহমদ হোসাইন।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবু হাসান, সালেহ আহমদ, ইমরান হোসাইন, দেলোয়ার হোসেন ে রুমেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি