লাউয়াছড়ায় সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৫:৫৫:৩৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুসার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- এম মোসাদ্দেক আহমদ মানিক (সভাপতি), সিদ্দিকুর রহমান (সহ-সভাপতি), আমেনা খাতুন (সহ-সভাপতি) ও জনকদেব বর্মা (কোষাধ্যক্ষ)। সোমবার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
সহকারি বন সংরক্ষক মোঃ জামিল আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম ও নবনিযুক্ত লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক।এসময় অন্যান্য কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিশন প্রধান সুচিয়াং, অয়ন চৌধুরী,প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) মাঠ পরিচালক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, পিলা পত্মি, শাহান আহমেদ প্রমুখ।
সংশ্লিষ্ট বিভাগীয় বন কার্যালয় জানায়, এই কমিটিতে পিপলস ফোরাম থেকে ৬জন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ৩জন, ডিএফও এর প্রতিনিধি ২জন, কমিউনিটি টহল দল থেকে ২জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে ১জন সহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।