ঢাকাস্থ সিলেট বিভাগ ছাত্র ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৬:৫১:০৭ অপরাহ্ন
ঢাকাস্থ সিলেট বিভাগ ছাত্র ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রীতি সমাবেশ সম্পন্ন হয়েছে। সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সিলেট বিভাগের বিপুল সংখ্যক ছাত্র ও ঢাকার সুধীজনেরা অংশ নেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল সিলেট বিভাগের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আরিফুল ইসলাম রাহাতকে আহবায়ক ও সিদ্দিক আহমদকে সদস্য সচিব করে আহবায়ক নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ফোরামের নির্বাচক ও ফোরামের সাবেক সভাপতি শাহিন আহমেদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্র সমাজের কল্যাণে সিলেট বিভাগ ছাত্র ফোরাম অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিসবাহুল করিম, সাকিব রায়হান ও আব্দুস সামাদ প্রমূখ।