ছাতক দোয়ারা ফোরামের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৭:৪২:০৯ অপরাহ্ন
সিলেটে অবস্থানরত ছাতক দোয়ারাবাসীর সামাজিক সংগঠন ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার নগরীর মদিনা মার্কেটস্থ রাইস এন্ড স্পাইস রেস্টুরেন্টে ফোরামের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা ফোরামের উপদেষ্টা গোবিন্দনগর ফজলিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ মুহাম্মদ শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রনেতা শাহীন আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ এর সভাপতি এস এম আমজাদ, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিন উদ্দিন, ফোরামের সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন, আল হিকমা জামেয়ার প্রিন্সিপাল ইমরুল হাসান জাফরী, হোসাইন আহমদ লনি মেম্বার, ফোরামের সহকারী সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনামুল হক রুবেল, ইঞ্জিনিয়ার জাফর আলী, এস.এম.জিতু মুন্না, সাংবাদিক আবু জাবের, আলীমুর রহমান, আনোয়ার হোসাইন প্রমুখ।