কুলাউড়ায় ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ইফতার
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৮:০৮:০৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরস্থ ছামি ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এলজিইডি প্রকৌশলী আব্দুর রাকিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমদ, সংগঠনের উপদেষ্টা শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মিফতাহ উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কালাম, অর্থ সম্পাদক ফজলুল আরিফ প্রমুখ। এ ছাড়া আইডিইবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মাহমুদুর রহমান ইমরান।