শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মহানগর বিএনপির ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৮:১৩:১৬ অপরাহ্ন
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নগরীর আম্বারখানাস্থ গোল্ডেন টাওয়ারে ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণকালে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ৭ জানুয়ারীর কথিত ডামি নির্বাচনে গঠিত অবৈধ ডামি সরকার আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা রমজান মাসে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এমনিতেই নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠী কষ্টে দিনাতিপাত করছে। আর সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকার পুরো বাজার ব্যবস্থাকে দলীয় সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়ার কারণে মানুষ রমজান মাসে খেজুরও খেতে পারছেনা। আওয়ামী দুঃশাসনের ফলে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এথেকে জাতিকে মুক্ত করতে আওয়ামী বাকশালীদের হঠাতে হবে। হামলা-মামলা, জুলুম-নিপীড়নে আমরা ভীত নই। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে চলবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে অতীতে যে ভাবে ছিলো জাতীয়তাবাদী দল এবং আগামীতেও থাকবে। ইনশাল্লাহ।
ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, লল্লিক আহমদ চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, শোইয়াব আহমদ শুয়েব, লুৎফুর রহমান মোহন, মিজান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আফসর খান, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমানুজ্জামান লোকমান, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈদয় রহিম আলী রাশু, জামাল আহমদ খান, ফরহাদ আহমদ, আব্দুল মুমিন, রুবেল আহমদ, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম জীবন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি