শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি ভূমিকা পালন করে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৮:১৭:০৪ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি বলেছেন, গরীব, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছে। সরকারের পাশাপাশি খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট জিতু মিয়া শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান রাখছে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলতে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মত অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিকে শিক্ষাবৃত্তি প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার রোববার হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে বানিয়াচং উপজেলা পরিষদের হল রুমে বানিয়াচং, আজমেরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় মেধাবি শিক্ষার্থীদের মধ্যে জিতু মিয়া শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, এস্টেটের ম্যানেজার আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদ ও এইচ এম আমীর আলী প্রমুখ।
অনুষ্ঠানে ৩ উপজেলার ১১৬জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি