সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৪, ৭:৪১:২৬ অপরাহ্ন
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল সোমবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জিডিএফ’র সভাপতি মাছুম আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ দিদার আহমেদ, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক বায়েজিদ শিপন, জয়দ্বীপ রায়, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ’র প্রতিষ্ঠাতা, মরহুম রজব আলী খান নজিব-এর রূহের মাগফেরাত, ঘূর্ণিঝড়সহ সব ধরনের প্রাকৃতি দুর্যোগ থেকে রক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস।
উল্লেখ্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী বেইল পদ্ধতিতে ৬ বার মহাগ্রন্থ পবিত্র আল কুরআন খতম শেষ করেছেন। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বেইল পদ্ধতির কুরআন শরীফ, ছিফারা ও কায়দা রয়েছে। যা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষারা প্রতিদিন তেলাওয়াত করছেন। বিজ্ঞপ্তি