সিলেটে বাড়ছে দুর্ঘটনা, একমাসে ৪২ প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৪, ৮:২৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে যানবাহনের বেপরোয়া চলাচল আশঙ্কাজনকভাবে বেড়েছে। ফলে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা, বাড়ছে মৃত্যুও। সর্বশেষ মঙ্গলবার সিলেট কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুলে সাদাপথর পরিবহনের বাস উল্টে দুর্ঘটনার কারণও ছিল দ্রুত গতি। এছাড়া মোটরসাইকেল এবং লেগুনার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় শুধু গত মার্চ মাসেই সিলেট বিভাগে ২৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২ জন নিহত হয়েছেন। নিহতদের অর্ধেকই মোটরসাইকেল ও লেগুনা চালক বা যাত্রী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৫টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। সিলেট-তামাবিল একই সড়কেই ৪টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু জানান, ৫টি স্থানীয় দৈনিক, অনলাইন পোর্টাল, ২টি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যেরভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৮ জন সিএনজি লেগুনা চালক ও যাত্রী এবং ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন ও মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ১৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া মার্চ মাসে নিহত ৪২ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরআগে ফেব্রুয়ারিতে সিলেট বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছিলেন।