সদর ইকেট্রনিক নির্মাণ শ্রমিক সংগঠনের ইফতার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৭:৪২:২৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন সিলেট সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক সংগঠন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার নগরীর শিবগঞ্জ এলাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ-সভাপতি এটিএম খসরুজ্জামান, শাহপরান পূর্ব থানা সাধারণ সম্পাদক আকবর আলী, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও শ্রমিক নেতা রেহান আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সামসুল ইসলাম, বেলাল আহমদ, খলিলুর রহমান, খাইরুল কবীর, জামিল আহমদ, বিল্লাল হোসেন ও সামাদ আহমদ প্রমূখ।
মাহফিলে নেতৃবৃন্দ বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। কুরআনের নাযিলের এই মাসে নিজেকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার সূবর্ণ সুযোগ রয়েছে। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। সামাজিক বৈষম্য দূর করে সাম্য ন্যয় বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে। বিজ্ঞপ্তি