জিম্বাবুয়েতে খরায় জাতীয় দুর্যোগ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৮:১১:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়েতে ভয়াবহ খরা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুযোর্গ ঘোষণা করেছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বৃষ্টিপাত কম হওয়ার ফলে দেশটির প্রায় অর্ধেক ভুট্টা ফসল নিশ্চিহ্ন হয়ে গেছে। দীর্ঘস্থায়ী খরা সংকট মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন। তিনি বলেন, ক্ষুধা মোকাবিলায় বিপুল অর্থ প্রয়োজন।
নানগাগওয়া বলেছেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় তার দেশের ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। শস্যের ঘাটতি জিম্বাবুয়েতে খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং এতে করে আনুমানিক ২৭ লাখ মানুষ ক্ষুধার মুখোমুখি হবে। এর আগে প্রতিবেশী দেশ জাম্বিয়া এবং মালাউইও সম্প্রতি খরার কারণে রাষ্ট্রীয় দুর্যোগ বা বিপর্যয়ের ঘোষণা দেয়। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে. ১ কোটি ৩৬ লাখ মানুষ বর্তমানে এই অঞ্চলে ‘সংকট স্তরের’ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে।