বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৮:৫২:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অপহরণের শিকার সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ৭টা ১০ মিনিটে তাকে উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে পরিবারের কাছে নেজাম উদ্দীনকে হস্তান্তর করা হবে।
এর আগে অপহৃত নেজাম উদ্দীন সুস্থ ও ভালো আছেন বলে জানিয়েছিল সোনালী ব্যাংক। তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা নিশ্চিত করেন বলে জানিয়েছিল ব্যাংকটির জনসংযোগ বিভাগ। সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন; তার সঙ্গে কথা হয়েছে।’ তবে কখন ও কীভাবে যোগাযোগ হয়েছে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমা উপজেলায় অস্ত্রের মুখে সোনালী ব্যাংক ডাকাতি করে নগদ ২ কোটি টাকা এবং পুলিশ ও আনসার সদস্যের ১০টি অস্ত্র লুট করে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। এ সময় তারা নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকেও অপহরণ করে।