ঘন ঘন লোডশেডিংয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৭:৩৯:৪০ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট সহ সারাদেশে বিশেষ করে গ্রামে-গঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের খবরে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, বছর বছর বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নয়নের নামে কাজ করা হলেও স্থায়ী কোন উন্নয়ন হয়নি। তাই কালবৈশাখী ও বিভিন্ন সময় ঝড়ে বিদ্যুৎ সরবরাহের বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ লাইন টেকসই উন্নয়ন ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি