হাটখোলায় যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৮:৫৯:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মুক্তিযুদ্ধে শহীদ আজমান আলীর পরিবারের এক সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উত্তর বহুল আলোচিত সাজিদ বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম তাজুল ইসলাম (৪০)। তিনি সিলেট সদর উপজেলার দখড়ি গ্রামের উস্তার আলীর ছেলে।
এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে তাজুল সহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম করে সাজিদ বাহিনী। নিহত তাজুল মহান মুক্তিযুদ্ধে শহীদ আজমান আলীর আপন ভাতিজা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হয়েছে। বেপারোয়া সাজিদ বাহিনীর পুন:উত্তানে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, উত্তর সিলেট তথা বৃহত্তর শিবের বাজার এলাকার ‘আলতা বাহিনী’ ও ‘সাজিদ বাহিনী’ নানা অপকর্মের কারণে একসময় বেশ আলোচিত ছিল। আলতা বাহিনীর প্রধান আলতা ও তার ছেলের মৃত্যুর পর ‘সাজিদ বাহিনী’ এলাকায় পুনরায় সংঘটিত হচ্ছে। এর আগে এই দুই বাহিনীর প্রধান আলতা ও সাজিদকে ভালো হওয়ার শর্তে স্থানীয় হাটখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার বানিয়ে ছিলেন এলাকাবাসী। এরপর কিছু দিন ভালো হয়ে চলালেও মেম্বারের মেয়াদ চলে গেলে পুনরায় গরু চুরি, ডাকাতি, মাদক বিক্রি শুরু করে সাজিদ বাহিনী।
এসএমপির জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৪/৫দিন আগে মারামারির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন মারা গেছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি বলেন, নিহত তাজুল শহীদ পরিবারের সন্তান কিনা জানা নেই; আসামি ধরতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।