কানাইঘাটে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র্যালী
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ৯:২২:১৬ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: ‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী পরবর্তী আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় আর্ন্তজাতিক ক্রীড়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক কৃতি ফুটবলার হাবিবুল্লাহ প্রমুখ।