ওসমানীনগরে চোরাই ৮ মোটরবাইকসহ গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ৯:৩২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ওসমানীনগরে পুলিশের অভিযানে ৮ চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওসমানীনগর থানার খাশিকাপন গ্রামের রফিজ মিয়ার ছেলে সাকেল আহমদ(২৫), জগন্নাথপুর থানার শ্যামারগাও গ্রামের সুলেমান আলীর ছেলে নাসিম আহমদ(২০) ও একই গ্রামের আব্দুল খালিকের ছেলে আবু সুফিয়ান (১৯)। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিং করেন এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেলে) আশরাফুজ্জামান।
তিনি বলেন, আমরা গোপন সূত্রে জানতে পারি ওসমানীনগরের বেগমপুর এলাকার আবির ফিলিং স্টেশনের কাছে ও তেরহাতি এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় হচ্ছে এই সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৃথক অভিযান পরিচালনা করে ৬ সদস্যের চোর চক্রের মধ্যে ৩জনকে ৮ মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ধরণের অভিযান সব সময় চলমান থাকবে।