ব্যাংকে মিলছেনা নতুন নোট
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ১০:০০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশি বহু গুণ বাড়িয়ে দেয় ‘সালামির’ নতুন টাকা। ঈদ সামনে রেখে প্রতি বছরই নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। গতবার ঈদুল ফিতরের আগে ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ব্যাংকিং চ্যানেলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এ বছর পরিমাণ খুবই কম।
সিলেটের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় সীমিত পরিসরে নতুন নোট বিনিময় হচ্ছে। তবে খোলাবাজারে জমে উঠেছে নতুন নোটের বাজার। তাদের কাছে পাওয়া যাচ্ছে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট। তবে প্রতি বান্ডেল টাকায় বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
এদিকে ব্যাংক থেকে একজন গ্রাহক ৫, ১০, ২০, ৫০ ও ১০০ মিলে মোট সাড়ে ১৮ হাজার টাকার নতুন নোট পাবেন। দিনে পাবেন সর্বোচ্চ ৯০ জন।ব্যাংকে সরবরাহ কম হলেও ফুটপাতের বাজারে নতুন নোটের অভাব নেই। যদিও বাড়তি চাহিদা বোঝে দোকানিরা অতিরিক্ত দাম হাঁকছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর যে পরিমাণ নতুন নোট সরবরাহ করা হয় চলতি বছর সে তুলনায় অনেক কম নোট ছাপানো হয়েছে।
ফুটপাতে নতুন নোট কিনতে আসা কয়েকজন গ্রাহক জানিয়েছেন নির্ধারিত ব্যাংকে গিয়েও নতুন নোট পাওয়া যাচ্ছে না।