দক্ষিণ সুরমায় চিনিসহ আটক ২, ট্রাক জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ৭:২৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ফেঞ্চুগঞ্জ রোড থেকে ভারতীয় চিনিসহ মোঃ মশিয়ার ঢালী (৪২) ও মোঃ আব্দুল আলীম (৩৮) নামে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ৪শ বস্তা ভারতীয় চিনিবহনকারী ১ুট ট্রাক জব্দ করা হয়। জব্দ করা চিনির দাম আনুমানিক ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালকে পাঠানো হয়।