তাহিরপুরে মাছের পোনা নিধন বন্ধকরণ শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৪, ৮:০৫:০৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : হাওরে মাছের পোনা নিধন বন্ধকরণ ও দেশীয় মাছ সুরক্ষা শীর্ষক সেমিনার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আমরা হাওরবাসী তাহিরপুর এর আয়োজনে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সংগঠনের সভাপতি ফেরদৌস আলম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ফরিদ উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান, উপজেলা ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিভূধান বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় রক্ষা করার জন্য সবাইকে সচেতনতা সৃষ্টি করা সহ কারেন্ট জাল, কোনাজাল, চায়না দুয়ারী জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নির্মূলে ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এ বিষয়ে প্রশাসনের আরো কঠোর হওয়ার জন্য আহবান জানান উপস্থিত বক্তাগন।