ওসমানীনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ৭:৫১:১৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী মেলা ২০২৪ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ৪০ স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজিব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডার আব্দুল সালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামিলীগ সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আহসান হাবিব, ওসমানীনগর থানার ওসি তদন্ত নিপেন্দ্র নাথ ঘোষ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব’র সহ-সভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সাংস্কৃতিক সম্পদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য কয়েছ আহমদ, এমদাদুর রহমান খাঁন, উপজেলা তথ্য অফিসার শাহরিন সুলতানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মমতাজ বেগম।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ক্যাটাগরিতে ১৪ খামারীকে নগদ ৩০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।