উপশহরে ভাঙ্গারীর গোডাউনে আগুন
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ৮:৫৯:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে একটি ভাঙ্গারীর দোকানের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনে থাকা সমস্ত মালামাল। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেন ওই গোডাউনের মালিক। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর উপশহরের এইচ ব্লকের ৩ নম্বর রোডের রিমা স্টোর নামক ভাঙ্গারীর দোকানের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের দায়িত্বে থাকা মো: ছাওয়াল মিয়া জানান- ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। রাতে গোডাউনে হঠাৎ ধোয়া উড়তে দেকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। আমরাও খবর পেয়ে গোডাউনে এসে দেখি আমাদের সবকিছু পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন জানান- রাত ২টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সিলেট ফায়ার ষ্টেশন ও দক্ষিণ সুরমা ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।