বিপুল ভারতীয় বিড়িসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ৯:১৩:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বম্ভপুর উপজেলা থেকে বিপুল পরিমানের ভারতীয় বিড়ি জব্দ করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এ সময় গ্রেফতার হয়েছে ১ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝাইর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি জব্দ করে আর্মড পুলিশ।গ্রেফতারকৃত চোরাকারবারি আব্দুল মান্নান (৪৫) উপজেলার মাঝাইর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
শুক্রবার ৭ আর্মড পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের সহকারী পুলিশ সুপার মো: আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক (নিঃ) মো: শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে বিশ্বম্ভপুর থানাধীন মাঝাইর সাকিনসহ মান্নানের বসত ঘরে অভিযান পরিচালনা ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ মান্নানকে গ্রেফতার আটক করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহীদুল ইসলাম শেখ বাদী হয়ে বিশ্বম্ভপুর থানায় এজাহার দায়ের করেছেন।