বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই : প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৪, ৯:৫১:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলাই রাজনৈতিক নয়। অগ্নিসংযোগ, গ্রেনেড হামলা, আগ্নেয়াস্ত্র চোরাচালান ও দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্তরাই এ সংক্রান্ত মামলার আসামি হয়েছেন।
প্রধানমন্ত্রী শুক্রবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলের সহযোগী সংগঠন কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে দেওয়া ভাষণে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আজকে তারা (বিএনপি) সব জায়গায় কান্নাকাটি করছে। বলছে-তাদের বিরুদ্ধে মামলা। তাদের জিজ্ঞেস করতে হবে, মামলাগুলো কীসের মামলা? অগ্নিসন্ত্রাস, অস্ত্রপাচার, গ্রেনেড হামলাসহ বিভিন্ন অপরাধের মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটাই তো বাস্তবতা। এসব মামলাগুলো দ্রুত শেষ করে এগুলোর শাস্তি দিয়ে দেওয়া উচিত।’
২০১৩ ও ১৪ সালে নির্বাচন বানচালের জন্য এবং পরবর্তীতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সহিংসতার প্রসংগ টেনে শেখ হাসিনা বলেন, ‘তারা তিন হাজার ৮০০ গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ ও রেল পুড়িয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে। ওদের বিরুদ্ধে কোনো মামলাইতো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। নির্বাচন ঠেকাতে যেয়ে তারা রেলে আগুন দিয়ে মা-শিশুকে পুড়িয়ে মেরেছে, যারা এগুলো করলো তাদের বিরুদ্ধে কি মামলা হবে না?