প্রবীণ হিতৈষী সংঘের মাসিক সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৪, ৭:২৯:১২ অপরাহ্ন
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর মাসিক সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে সিলেট নগরীর বন্দরবাজার মধুবন মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট এর সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের জীবন সদস্য লে: কর্ণেল (অব:) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, কোষাধ্যক্ষ লেখক কবি বেলাল আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান চৌধুরী এডভোকেট প্রমুখ।
সভায় সংঘের বিভাগীয় প্রবীণ নিবাস নির্মাণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রতি সিলেটে বয়ে যাওয়া শীলাবৃষ্টিতে বাগবাড়ি প্রবীণ হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সভায় হাসপাতালের সংস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংঘের সকল সদস্যের মধ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি