জামালগঞ্জের পল্লীতে সুপার সিক্সটির সহনীয় মূল্যে গোশত বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৪, ৮:৫৯:০৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি’র পক্ষ থেকে সহনীয় মূল্যে গোশত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০এপ্রিল) সকালে ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফেনারবাঁক, পশ্চিম ফেনারবাঁক ও শান্তিপুর গ্রামে সহনীয় মূল্যে বিতরন করা হয়।
গোশত বিতরন পূর্বে সুপার সিক্সটি’র ফেনারবাঁক ইউনিয়নের টিম লিডার মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
এসময় আরো উপস্থিত ছিলেন সুপার সিক্সটির উপজেলা সমন্বয়ক মো: আবু তাহের, স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সেলিম আহমেদ, সাচনা বাজার ইউপি টিম লিডার তোফাজ্জল ইসলাম, ভীমখালী ইউপি টিম লিডার আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, সুপার সিক্সটির সদস্য খোকন মিয়া, আসমাউল হক, রাহাদ আলম হৃদয়,মেহেদী হাসান তাইবিন,আবু ইউসুফ নাঈম প্রমুখ। এ সময় প্রায় ৮০টি পরিবারের মধ্যে সহনীয় মূল্যে গরুর গোশত বিতরণ করা হয়। জানা যায়, ধাপে ধাপে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করবে সুপার সিক্সটি।
উল্লেখ্য যে সংগঠনের সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর লন্ডন থেকে দেশের মানুষের কথা চিন্তা করে সহনীয় মূল্যে যাতে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মুসলিম পরিবার গুলো সহনীয় মুল্যে গরুর গোশত খেতে পারে সেজন্য এ উদ্যোগ গ্রহণ করেছেন।
এছাড়া সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন দুর্যোগ সহ অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।।