নগরীতে ৩ জুয়াড়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৪, ৬:৩৩:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। রোববার তাদেরকে সংশ্লিষ্ট আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- এমদাদুল তালুকদার (৪৫), মখলিছুর রহমান (৪৫) ও মো. সোহাগ (২৫)।
এসএমপির মিডিয়া শাখা জানায়, শানিবার রাত সাড়ে ১১টায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়ার তত্ত¡াবধানে আম্বরখানা পুলিশ ফাঁড়ীর একটি টিম নগরের কলবাখানি চাষনীপীর রোডের ইকবাল মিয়ার গ্যারেজের জুয়ার স্পটে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় তিনজন জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।