সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্র্থী বেলালের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৪, ৯:৫৯:২৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকার ব্যবসায়ী বেলাল আহমদ এমবিএ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রোববার দুপুর ১২টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ বলেন, এলাকার সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-উলামা, যুব ও তরুণ সমাজসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে কানাইঘাট বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সমর্থনও পাচ্ছেন।
মতবিনিময়কালে তার সাথে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা রফিক মিয়া, এলাকার মুরব্বী হেলাল আহমদ, বিলাল আহমেদ, জাপা নেতা নিজাম উদ্দিন, হাফিজ আব্দুল হালিম, যুবনেতা ফখরুল ইসলাম, নূরে আলম, নাসির উদ্দিন সহ আরো অনেকে।