সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি শাহ আলম
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৯:০৯:১২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের ছাতক থানার ওসি শাহ আলম। তাকে এই পুরস্কার দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। সিলেটে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা শেষে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মানদ-ের বিচারে গত জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত গত ৩ মাসের সার্বিক অপরাধ নিয়ন্ত্রণের পর্যালোচনায় সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম। ছাতক থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়।