নগরে গোলাপী রংয়ের ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৯:২৪:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে গোলাপী রংয়ের ৮৩ পিস ইয়াবা টচ্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার মাদক বিক্রেতা আব্দুল বাছিত (৬১) কানাইঘাট উপজেলার লন্দিরমাঠি গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদিমপাড়া বিআইডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল বাছিতকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৮৩ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যাহার অনুমান মূল্য ২৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের হয়েছে।