মাউন্ট এডোরা হসপিটালে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৪, ৭:৪৫:৩৯ অপরাহ্ন
মাউন্ট এডোরা হসপিটাল সিলেট ও সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার ‘সর্বজনীন পেনশন স্কীম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান মাউন্ট এডোরা হসপিটাল এর উপ-পরিচালক মেডিকেল সার্ভিসেস ডাঃ তানভীরুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কীম চালু করেছে। এরই প্রেক্ষিতে সর্বজনীন পেনশন স্কীম গ্রহণে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সিলেট জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি প্রথম বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসাবে এই উদ্যোগ গ্রহণ করার জন্য মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় এমন একটি সময় আসে যখন নিজের সন্তানেরাও বাবা মায়ের সাথে থাকেন না। তখন আমাদের একমাত্র অবলম্বন হবে এই সর্বজনীন পেনশন স্কীম।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত শংকর সর্বজনীন পেনশন স্কীম এর জন্য জেলা সিভিল সার্জন অফিসে একটি হেল্প ডেস্ক চালু আছে বলে অবহিত করেন।
উক্ত সচেতনতামুলক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান সর্বজনীন পেনশন স্কীম এর সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্য বিমার মাধ্যমে যেহেতু মানুষ তার চিকিৎসা সেবা নিশ্চিত করে সেহেতু সরকার গৃহীত সর্বজনীন পেনশন স্কীম এর আওতায় আসলে অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষ তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
পরিশেষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক সচেতনতামূলক মত বিনিময় সভায় আগত জেলা প্রশাসক, সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জনসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে হসপিটালের ডাক্তার, নার্স সহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি