গোলাপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাফির প্রচারণা
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪, ৮:২২:২৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের মঞ্জুর কাদির শাফি এলিম উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন স্থানে পথসভা করেছে।
শুক্রবার এই দিনব্যাপী প্রচারণায় প্রথমে এই ইউনিয়নে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমুড়া ইউনিয়নের শীলঘাট, কদমরসুল, ইসলামটুল, আমুড়া বাজার, আমনি বাজার, সুন্দিশাইল, শিকপুর এবং ঘাগুয়ায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এরপর বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রাম, বাণিগ্রাম, চন্দরপুর, লামা চন্দরপুর ও কটলিপাড়ায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসব প্রচারণায় উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, সদস্য এম এ ওয়াদুদ এমরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, ইউপি সদস্য হোসেন আহমদ খোকা, মোস্তাক আহমদ, কাওছার আহমদ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, তোরন তালুকদার, শয়ন চন্দ শয়ন, রাহি আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান ছানি, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জাবের প্রমুখ। বিজ্ঞপ্তি