ছাতকে জামায়াতের ঢেউটিন বিতরন
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৪, ৬:০০:৩২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে সিংছাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে ৩ লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
উপজেলা আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা জেলা আমীর মাওলানা মখছুছুর রহমান ও এডভোকেট রেজাউল করিম তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মিজানুর রহমান, উপজেলা সহ সেক্রেটারি আব্দুল আউয়াল, নাছির উদ্দিন, আরাফাত আহমদ, সিংছাপইড় ইউনিয়ন সভাপতি আবু তাহের, শ্রমিক নেতা আকবর আলী, শিবির নেতা হাফিজ ইমদাদ আহমদ ও তাহমিদ আলম প্রমুখ।