মে দিবস পালনে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৪, ৭:১৯:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন কোষাধ্যক্ষ আব্দুল হান্নান খোকন, চাঁদনীঘাট আঞ্চলিক কমিটির সভাপতি ইউসূফ আলী ও সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, কোদালীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন ও কোষাধ্যক্ষ আশরাফ উদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির নেতা মাহমুদ মিয়া।
সভায় আগামী ১ মে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতৃত্বে লাল পতাকা র্যালী ও আলোচনা সভার কর্মসূচি সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি