গোয়াইনঘাটে ব্যতিক্রমী পরিবার সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৪, ৯:১৪:০৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সম্পন্ন হলো ব্যতিক্রমী পরিবার সম্মেলন। এতে উপজেলার ২৫ টি পরিবারের দম্পতিসহ শতাধিক লোকের সমাবেশ ঘটে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার ডৌবাড়ি ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিষ্ঠানের আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনটি বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস।
দিনব্যাপী অনুষ্ঠিত পরিবার সম্মেলনে নিরাপদ মাতৃত্ব, গর্ভকালীন ও গর্ভোত্তোর সেবা, প্রসব পরিকল্পনা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ও আদর্শ পরিবার গঠনের বিষয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডাঃ রাজীব দেবনাথের সভাপতিত্বে ও শিবেন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেটের উপ পরিচালক তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসি ও এফপিসিএস কিউআইটি সিলেটের সহকারী পরিচালক ডা: আব্দুল মান্নান, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ ও ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
সম্মেলনে মনিটরিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিটের এডিটর কাম ট্যান্সলেটর মোঃ নাসের উদ্দিন।