কুলাউড়ায় আবারও কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিদ্যুৎ ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ৭:০৫:৪৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আবারও কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। শনিবার রাতের এই ঝড়ের তাণ্ডবে উপজেলার বেশিরভাগ এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুৎ লাইনের উপর গাছপালা-ডাল ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে।
এর আগে, গত ২২ এপ্রিল মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ সচল করতে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎকর্মীরা রাত থেকেই কাজ শুরু করছে। এ পর্যন্ত উপজেলা ফিডার ও হাসপাতাল ফিডারসহ দুটি ফিডারে বিদ্যুৎ চালু করা সম্ভব হয়েছে।
জানা গেছে, শনিবার রাত ৯টার পর উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়বৃষ্টি শুরু হলে এসব এলাকায় বিদ্যুতের লাইন ও খুঁটি ভেঙে পড়ে। রাস্তার উপর গাছপালা পড়ে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে বিদ্যুতের উপজেলা, হাসপাতাল, কাদিপুর, ব্রাহ্মণবাজার, সিরাজনগর, নার্সারি ও ঘাগটিয়াসহ ৭টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ দ্রুত সচল করতে বিভিন্ন টিম কাজ করছে। আশা করি রাত ১০/১১টার মধ্যেই সকল ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।