জাহানারা হক ফাউন্ডেশনের সার্টিফিকেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ৭:২১:০৪ অপরাহ্ন
জাহানারা হক ফাউন্ডেশন পরিচালিত সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কাজীটুলা সিলেট এর কোরআন প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার সিলেটের কাজী জালাল উদ্দিন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত কেন্দ্রটি পবিত্র রামাদ্বানে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের জামাতের আউয়ালের ছাত্র সাঈদ আল হাসান সাহেদ। নাশিদ পরিবেশন করেন সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের ছালিছ জামাতের ছাত্রী নাজিফা ইসলাম ও নাজিফা আক্তার। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছালিছ জামাতের ছাত্রী সুমাইয়া খান রুবাইয়া।
সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. মুফতি মো. শামস, জাহানারা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম মো. আব্দুল ওদুদ, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জাহানারা হক ফাউন্ডেশনের সদস্য মো. কামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী ক্বারী মো. আমিনুল ইসলাম রজব, সহীহ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি