স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে : অতিরিক্ত সচিব
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ৭:২২:৫২ অপরাহ্ন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সিরাজুল ইসলাম বলেছেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষাকে প্রথম পছন্দের তালিকায় নিয়ে আসা এখন সময়ের দাবি। এ শিক্ষা অর্জনের ফলে দেশে চতুর্থ শিল্প বিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ উপলক্ষে ২য় দিনের কর্মসূচিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ রাব্বি। সেমিনারে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ইনস্টিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ও চীফ ইনষ্ট্রাকটর ইঞ্জিনিয়ার এ কিউ এ জোবায়ের। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মণজুরুল আলম।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ রাব্বি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিতে স্বয়ংক্রিয়করণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ নতুন নতুন প্রযুক্তি কাজে লাগাতে হবে। আর সেজন্য চাই দক্ষ যোগ্য এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষ। সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা ও প্রকৌশল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কারিগরি শিক্ষাক্ষেত্রে নানান সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন অতিথিবৃন্দ।
সেমিনার শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এর সাথে সিলেটে অবস্থিত বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সমঝোতা স্মারকে স্বাক্ষর প্রদান করেন। বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আগামীতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যথাযথ ব্যবহারিক প্রশিক্ষণ এবং চাকুরী প্রদানের জন্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি